• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কোনো প্রতিপক্ষকেই কঠিন ভাবছেন না নিগার


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৮:২৭ এএম
কোনো প্রতিপক্ষকেই কঠিন ভাবছেন না নিগার

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নারীদের প্রথম সাফল্য এসেছে টানা দুই ম্যাচ হারের পর। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে। শুক্রবার (১৮ মার্চ) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামবে টাইগ্রেসরা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন দল বেশ আত্মবিশ্বাসী। সামনের ম্যাচগুলোতেও সেই আত্মবিশ্বাস ধরে রেখে সাফল্য লাভের সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের।

পাকিস্তানের বিপক্ষে প্রত্যাশিত সাফল্য এলেও বাকি দলগুলোকে কঠিন প্রতিপক্ষ ভাবছেন কী না এমন প্রশ্নের জবাবে নিগার বলেন, “কোনো দলকেই কঠিন প্রতিপক্ষ ভাবছি না। কঠিন ভাবলেই বরং আমাদের সাবলীল খেলা বাধাগ্রস্ত হবে। আমরা আমাদের খেলাটা চালিয়ে যেতে চাই। ব্যাটে-বলে দলের সবার ভালো পারফরম্যান্সে জয় সম্ভব।”

Link copied!