বুধবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের আগে প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। কুমিল্লাকে হারিয়ে এরইমধ্যে সরাসরি ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। আজকের ম্যাচে জয়ী দল ১৮ ফেব্রুয়ারি ফাইনালে বরিশালের মুখোমুখি হবে।
চট্টগ্রাম পয়েন্ট টেবিলের তৃতীয় দল হিসেবে প্লে অফ খেলার সুযোগ পায়। সোমবার এলিমিনেটর ম্যাচে পয়েন্ট টেবিলের চতুর্থ দল খুলনা টাইগার্সকে বিদায় করে তারা ফাইনাল খেলার সুযোগ বাঁচিয়ে রাখে।
অন্যদিকে, পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল কুমিল্লা তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে বরিশালের কাছে হেরে যায়। সাকিব আল হাসানের দলকে ১৪৩ রানেই বেঁধে ফেলেছিল কুমিল্লা। কুমিল্লার জয়ের জন্য শেষ ২৪ বলে প্রয়োজন ছিল মাত্র ৩২ রান। উইকেট ছিল ৬। কিন্তু বরিশালের বোলারদের দাপট ও কুমিল্লার ব্যাটারদের বিপর্যয়ে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় বরিশালের হাতে। ১০ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।