• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘কিং’ কোহলির সামনে ১০ রেকর্ডের হাতছানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০২:১৪ পিএম
‘কিং’ কোহলির সামনে ১০ রেকর্ডের হাতছানি
ছবি সংগৃহীত

নিঃসন্দেহে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। সাম্প্রতিক সময়ে সময়টা খারাপ কাটালেও ঘরের মাটিতে উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে সেই দুঃস্মৃতি ভুলে যাওয়ার একটা দারুণ একটা সুযোগই পাচ্ছে রোহিত শর্মার দল।

এই সিরিজে রেকর্ডের পর রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে ভারতের মহাতারকা ‘কিং’ কোহলিকে। শুধু কি তাই, একটা-দুটো নয়, ১০টা রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে এই ব্যাটারের সামনে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলির সামনে থাকা সম্ভাব্য সেসব রেকর্ড এক নজরে-

১. এক দেশের বিপক্ষে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড একান্তই নিজের করে নেওয়ার দুয়ারে দাঁড়িয়ে কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ওয়ানডে সেঞ্চুরি ৯টি। শচিন টেন্ডুলকারের সঙ্গে এখন তিনি ভাগাভাগি করছেন রেকর্ডটি। ভারতের ক্রিকেট কিংবদন্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছেন ৯টি সেঞ্চুরি, তাতেই গড়া হয়ে গিয়েছিল রেকর্ডটি। 

২. তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে ২টি সেঞ্চুরি করলেই ঘরের মাঠে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়বেন কোহলি। বর্তমানে ভারতের মাটিতে তার সেঞ্চুরি ১৯টি। ২০টি সেঞ্চুরি নিয়ে শচিন আছেন এই তালিকারও চূড়ায়। 

৩. সেঞ্চুরি, দুটো সেঞ্চুরি করতে অনেক কাঠখড় পোড়াতে হবে কোহলিকে। অন্তত তার সাম্প্রতিক ফর্ম তেমনই বলছে। তবে এই রেকর্ডটা ভাঙতে তার তেমন কষ্ট হওয়ারই কথা নয়। দ্রুততম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে ৫০০০ ওয়ানডে রানের রেকর্ড গড়তে কোহলির দরকার মাত্র ৬ রান। আজ প্রথম ওয়ানডেতে ছয়টি রান পেলেই তিনি ছাড়িয়ে যাবেন শচিনের এই রেকর্ডটিও। ১২০ ইনিংসে ৫০০০ রান করেছিলেন তিনি। কোহলি ঘরের মাঠে এখন পর্যন্ত খেলেছেন মাত্র ৯৫টি ইনিংস। 

৪. এই রেকর্ডটাও আছে শচিনেরই দখলে। লক্ষ্য তাড়া করে জেতা ম্যাচে সবচেয়ে বেশি রান তার। ৫৪৯০ রান করেছেন পরে ব্যাট করে জেতা ম্যাচে। সেই রেকর্ড থেকে ১০৩ রান দূরে দাঁড়িয়ে আছেন কোহলি। ভারতের রান তাড়া করে জেতা ম্যাচে তিনি করেছেন ৫৩৮৮ রান।

৫. টি-২০ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ডও হাতছানি দিয়ে ডাকছে কোহলিকে। উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৭৩ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে বেশি রানের রেকর্ড আবারও নিজের করে নেবেন তিনি। ৩২৯৯ রান নিয়ে এই রেকর্ডটা নিজের দখলে রেখেছেন নিউজিল্যান্ডের ব্যাটার মার্টিন গাপটিল। এই ফরম্যাটে এখন কোহলির রান ৩২২৭।

৬. দুটো সিরিজের একটিতে সিরিজসেরা হলেই শচিনের সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ফেলবেন কোহলি। বর্তমানে সবচেয়ে বেশি ২০টি ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার আছে শচিনের দখলে। আর কোহলির দখলে সিরিজসেরার পুরস্কার আছে ১৯টি। 

৭. সিরিজসেরা যদি হন টি-২০ সিরিজে তাহলে কোহলি মোহাম্মদ নবীর রেকর্ড ছুঁয়ে ফেলবেন। বর্তমানে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৩টি ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার নিয়ে এই তালিকার শীর্ষে আছেন নবী।

৮. টি-২০ সিরিজে ৪০ রান করলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারে পরিণত হবেন কোহলি। ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাটে ৫৪০ রান করে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বর্তমানে দলটির বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটা দখলে রেখেছেন। উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোহলির রান এখন ৫০১।

৯. ওয়ানডে সিরিজে ১৩৭ রান করলেই কোহলির পায়ে লুটিয়ে পড়বে আরও এক রেকর্ড। এই রেকর্ডটাও শচিনেরই দখলে আছে এখন। শচিন দ্রুততম ব্যাটার হিসেবে এশিয়ার মাটিতে ৭ হাজার রান করার রেকর্ড গড়েছিলেন ১৬৬টি ইনিংস খেলে। কোহলি সেই রেকর্ডটা ছাড়িয়ে যেতে পারেন অন্তত ৩০ ইনিংস কম খেলেই।

১০. আজ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে ১৪৩ রান করলে প্রথম ক্রিকেটার হিসেবে কোনও একটি দেশের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে ২০০০ রান করার রেকর্ড গড়বেন কোহলি।


 

খেলা বিভাগের আরো খবর

Link copied!