কুয়ালালামপুরে আজ রোববার বোলিং তান্ডবে স্কটল্যান্ডের মেয়েদের স্রেফ ৭৭ রানে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ প্রমীলা দল। কমওয়েলথ গেমসে স্কটিশদের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের জয় ৯ উইকেটে।
বাছাইপর্ব থেকে একটি দল সুযোগ পাবে গেমসের মূল পর্বে খেলার। বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কাও টানা তিন ম্যাচে পেয়েছে বড় জয়।
সোমবার দুই দলের লড়াইয়ে বিজয়ী দল আগামী জুলাই-আগস্টে বার্মিংহামে কমনওয়েলথ গেমসের মূল পর্বে খেলবে।
কিনরারা ওভালে টস জিতে ব্যাটিংয়ে নামে স্কটিশরা। শুরুতেই সুরাইয়া আজমিন আঘাত করেন প্রতিপক্ষকে। ফিরিয়ে দেন স্কটিশ ওপেনার অ্যাবি অ্যাটকিন-ড্রামন্ড ও অধিনায়ক ক্যাথরিন ব্রাইসকে। সারা ব্রাইস ও ক্যাটি ম্যাকগিল বেশ ভালো সামাল দিচ্ছিলেন।
নাহিদা আক্তার ম্যাকগিলকে বোল্ড করলে এরপর আর দাঁড়াতেই পারেনি স্কটিশরা। একের পর এক উইকেট হারিয়ে স্কটিশ ইনিংস শেষ হয় ১৭.৩ ওভারে ৭৭ রানে।
সহজ লক্ষ্যে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই শামিমা সুলতানার উইকেটটি হারাতে হয়। তবে জয় পেতে কোনো বেগ পেতে হয়নি বাংলাদেশকে।
দ্বিতীয় উইকেটে মুর্শিদা খাতুন ও ফারজানা হকের জুটিই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মুর্শিদা অপরাজিত থাকেন ৫০ রানে। ফারজানা অপরাজিত থাকেন ২০ রানে।
বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ৯ উইকেটে। ম্যাচ সেরার পুরস্কার পান মুর্শিদা।