দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। টস হেরে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ের শতকে দুই শর পার করল স্বাগতিক নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ২১৭ রান।
ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে হোঁচট খায় নিউজিল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারে শরিফুল ইসলামের করা বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম। অবশ্য দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে দলকে টানতে থাকেন উইল ইয়াং।
দ্বিতীয় উইকেট জুটিতে দুজন মিলে তোলেন অপ্রতিরোধ্য ১০৯ রানের জুটি। এরই মধ্যে ব্যক্তিগত শতক পূর্ণ করেন ডেভন কনওয়ে। আর ১৪ রানে অপরাজিত রয়েছেন হেনরি নিকোলাস।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান জয়, মুমিনু হক, মুশফিকু হিম, লিটন দাস, ইয়াসির রাব্বী, মেদেহী হাসান মিরাজ, এবাদব হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুর ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ
টম লাথাম, উইল ইয়াং, ডেভন কনওয়ে, জস টেলর, হেনরি নিকোলস, রাচিন রবিদ্রো, টিম সাউদি, কাইল জেমিসন, নেইল ওয়াগার এবং ট্রেন্ট বোল্ট।