বিপিএলের এলিমিনেটর রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক উইল জ্যাকসকে ছাড়াই খেলতে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
তবে এই ইংলিশ ব্যাটারের অনুপস্থিতি চট্টগ্রামকে বুঝতেই দিল না ক্যারিবীয় ব্যাটার চাডউইক ওয়ালটন। তার ৪৪ বলে ৮৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছে আফিফ হোসেনের দল৷
সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং যায় জ্যাকসবিহীন চট্টগ্রাম। প্রথম ওভারেই জাকির হোসেনের উইকেট হারায় তারা৷ এরপর দ্রুত বিদায় নেন অধিনায়ক আফিফও।
এরপর দলের প্রাথমিক চাপ সামাল দেন ওপেনার লুইস ও মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন। এই দুই ব্যাটার দলীয় ৫৪ ও রানের মাথায় বিদায় নিলে আবারও চাপে পড়ে চট্টগ্রাম।
সেখান থেকে দলকে বড় স্কোর এনে দেন ওয়ালটন ও মেহেদি হাসান মিরাজ। তাদের ১১৫ রানের জুটি দলকে শুধু বিপদমুক্ত করেনি, এনে দিয়েছে বড় স্কোর।
শেষ ওভারে মিরাজ ৩০ বলে ৩৮ রান করে বিদায় নিলেও দলের শেষ পর্যন্ত ক্রিজে থেকে ৭ চার ও সমান ছয়ে ৮৯ রানে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান এই উইকেটকিপার ব্যাটার।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করে চট্টগ্রাম।
খুলনার পক্ষে খালেদ ২টি এবং নাবিল, রুয়েল মাহেদি ১টি করে উইকেট পান।