• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ওয়ানডে দলের বর্ষসেরা সর্বাধিক ক্রিকেটার বাংলাদেশের!


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৩:৪৪ পিএম
ওয়ানডে দলের বর্ষসেরা সর্বাধিক ক্রিকেটার বাংলাদেশের!

বৃহস্পতিবার ২০ জানুয়ারি প্রকাশিত হয়েছে আইসিসির ওয়ানডের বর্ষসেরা দল। এই দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। বর্ষসেরা ওয়ানডে দলের এই একাদশে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন।

এছাড়া পাকিস্তান থেকে সুযোগ মিলেছে দুজন ক্রিকেটারের। দলে অধিনায়কও করা হয়েছে দেশটির নেতৃত্বে থাকা দুর্দান্ত ফর্মের বাবর আজমকে। তার সঙ্গে সুযোগ পেয়েছেন ফখর জামান।

বিবেচিত সময়ে সাকিব ৯টি ওয়ানডেতে করেছেন ২৭৭ রান। বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। ২০২১ সালের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন সাকিব। মুশফিকুর রহিম এক সেঞ্চুরিসহ করেন ৪০৭ রান। মোস্তাফিজ ১০ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৮টি।

একনজরে সেরা একাদশ

পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জেনেম্যান মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম-অধিনায়ক (পাকিস্তান), ফখর জামান (পাকিস্তান), রাসি ভ্যান ডের ডুসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) (বাংলাদেশ), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), সিমি সিং (আয়ারল্যান্ড), দুশমন্ত চামেরা (শ্রীলঙ্কা)।

Link copied!