মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে পিএসজি। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির পেনাল্টি মিস হলেও শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপের গোলে রিয়ালকে হারায় ফরাসি জায়ান্টরা।
পার্ক দ্য প্রিন্সেসে মাঠে নামে দুই দল। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি। ম্যাচের মাত্র ৫ মিনিটে আনহেল ডি মারিয়া সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন।
এই ম্যাচে চোট কাটিয়ে ফিরেছেন রিয়াল তারকা করিম বেনজেমা। তাতে দলের জন্য বিশেষ সুবিধা হয়নি। প্রথমার্ধে পিএসজি রিয়ালের ওপর চড়াও হয়ে খেললেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি। কয়েকটি ব্যর্থ দুর্বল চেষ্টা ছিল।
বিরতির পর আবারও রিয়ালকে চাপে রাখে পিএসজি। ম্যাচের ৫০ মিনিটে থিবো কোর্তোয়া ঝাঁপিয়ে পড়ে এমবাপের শট প্রতিহত করেন।
ম্যাচের ৬১ মিনিটে মেসি পেনাল্টি মিস করেন। বক্সের ভেতর দানি কারভাহালের ফাউলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে মেসির শট ঝাঁপিয়ে পড়ে গোলবঞ্চিত রাখেন কোর্তোয়া। ম্যাচের ৭৩ মিনিটে মাঠে নামেন নেইমার। দীর্ঘ সময় ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন এই ব্রাজিলিয়ান। নেইমারের আগমনে ম্যাচে আরও গতি বাড়ে।
পিএসজির সফলতা আসে ম্যাচের অতিরিক্ত সময়ে। বক্সের ভেতর ঢুকে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে। ফলে একমাত্র গোলে রিয়াল মাদ্রিদকে হারায় পিএসজি। ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ।