• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

এমবাপেকে হত্যার হুমকি!


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০১:০২ পিএম
এমবাপেকে হত্যার হুমকি!

নিজের শহরেই হত্যার হুমকি পেলেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ঘটনাটি ঘটেছে এমবাপের শহর ফ্রান্সের বুন্ডেতে। সেখানে একটি দেয়ালে আঁকা ছিল ফরাসি তারকার ছবি। এর ওপর লেখা হয়েছে, “এমবাপে, তুমি মারা যাচ্ছ।”

খবরটি জানিয়েছে ফরাসি দৈনিক লা প্যারেসিয়ান। ২১ বছর বয়সী এমবাপের পোশাকের স্পন্সর নাইকির সৌজন্য ওই ছবি আঁকা হয়েছিল। 

ঘটনা ঘটেছে একটা গুঞ্জনকে ঘিরে। অনেক দিন ধরেই এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন চলছে। গত মৌসুমে ক্লাবটি তাকে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছিল। তবে পিএসজি না ছাড়ায় ইচ্ছা সত্ত্বেও যেতে পারেননি তিনি।

দুরারোগ্য রোগে আক্রান্ত কামিলে নামের এক ছোট মেয়ে এমবাপের প্রতি ভালোবাসা জানিয়ে এক ভিডিও-বার্তায় তাকে অনুরোধ করেছে পিএসজিতে থেকে যেতে। সেই ভিডিওতেও লোকে মেয়েটিকে উদ্দেশ করে বাজে মন্তব্য করেছে। সেসব মন্তব্যের বিপরীতে এমবাপে মেয়েটির পক্ষ নেওয়ায় বাধে বিপত্তি। হত্যার হুমকি দেওয়া হয় তাকে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!