কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন বেশ পুরোনো। চলতি মৌসুমের পর পিএসজির সঙ্গে এমবাপের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। তাই আগেভাগেই ফরাসি এই তরকাকে পরবর্তী চুক্তির প্রস্তাব দিয়ে রাখল প্যারিসের ক্লাবটি।
ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকাকে ২০২৪ সাল পর্যন্ত দলে রাখতে চায় পিএসজি। ফরাসি গণমাধ্যম লা প্যারিসিয়ানের দাবি, পিএসজি এমবাপেকে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হিসেবে মানতেও প্রস্তুত। নতুন চুক্তিতে এই তারকাকে ট্যাক্স কেটে রাখার পরে প্রতি সপ্তাহে ৮ লাখ ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে দলটি। এছাড়া চুক্তি নবায়ন করলে আরও ১০০ মিলিয়ন ইউরো দেওয়া হবে বোনাস হিসেবে। পিএসজি তার সঙ্গে আরও দুই বছরের চুক্তিতে আগ্রহী।
এমবাপের এজেন্টরা যদিও এখনো প্রস্তাবে সাড়া দেয়নি। তবে পিএসজি তার এজেন্টদের সঙ্গে ইতিবাচক আলোচনার পরে এই ফরোয়ার্ডকে ক্লাবে নতুন চুক্তিতে রাজি করাতে পারবে বলে আশাবাদী।