বিপিএলের এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মেহেদি হাসান মিরাজ। বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে গিয়েও ম্যাচসেরা হয়েছেন তিনি।
দলের পক্ষে এখন পর্যন্ত নিয়েছেন ৮ উইকেট। তার অধিনায়কত্বে দল সেরা অবস্থানে। অথচ সফল এই অধিনায়ককে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে দলটি।
শনিবারের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক হয়ে টস করতে আসেননি মিরাজ। টস করেছেন নাইম ইসলাম।
এর আগে দলটির কোচ পল নিক্সন দল থেকে সোজা উড়ে গেছেন যুক্তরাজ্যে। যাওয়ার আগে তিনিই মিরাজকে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দিয়ে চাপমুক্ত রাখতে বলে যান - এমনটাই জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কতৃপক্ষ।
তবে এই ঘটনায় ক্ষুব্ধ মিরাজ আজই ফিরে যাচ্ছেন ঢাকায়। তিনি বলেন, "আমি প্রক্রিয়া অনুসরণ করেই দল ছেড়ে যাচ্ছি। দলকে ইমেইল করেছি। ইমেইল করেছি বিসিবির প্রধান নির্বাহীকেও। ইমেইলে মায়ের অসুস্থতার কথা বলেছি যদিও। কিন্তু চট্টগ্রামের ম্যানেজমেন্ট জাতীয় দলের ক্রিকেটারের মানহানি করেছে।"
এছাড়াও টিম ম্যানেজমেন্ট নিয়ে আরও অভিযোগ রয়েছে তার। মিরাজের ভাষ্যমতে, "এরকমটা তারা আগেরবারও করেছে। এমন তো নয় যে আমি বাজে খেলেছি বা দল খারাপ করেছে। আমিও পারফর্ম করেছি, দলও এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই নম্বরে ছিল। বলা নেই, কওয়া নেই- এভাবে আমাকে সরিয়ে দেওয়াটা মেনে নিতে পারছি না।"