ম্যাচে উইকেট পাওয়া নিয়ে জল্পনা-কল্পনার শেষ থাকে না বোলারদের মধ্যে। ক্রিকেটে পাঁচ উইকেটকে ধরা হয় বিশেষ কিছু। কিন্তু প্রতিপক্ষের সব ব্যাটারকে কেউ যদি একাই সাজঘরে পাঠান তাহলে তো আলোচনার শেষ নেই। এবার এক ইনিংসে ১০ উইকেট তুলে নিয়ে হৈচৈ ফেলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান বোলার সেন হোয়াইটহেড।
চার দিনের ফ্র্যাঞ্চাইজি সিরিজে সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে নামেন হোয়াইটহেড। ১৮৬ রান তাড়া করতে নামে ইস্টার্নস। হোয়াইটহেডের বোলিং তুপে মাত্র ৬৫ রানেই গুটিয়ে গেছে তারা। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানের বিনিময়ে ১০ উইকেট নিয়েছেন তিনি।
প্রথম ইনিংসেও পাঁচ উইকেট তুলে নেন হোয়াইটহেড। তবে দ্বিতীয় ইনিংসের চেয়ে প্রথম ইনিংসে কম রান খরচ করতে হয়েছিল তাকে। ৬৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। দুই ইনিংস মিলে ২০ উইকেটের মধ্যে ১৫ উইকেটই গেছে হোয়াইটহেডের ঝুলিতে। বল হাতে কারিশমার পাশাপাশি ব্যাট হাতেও ১১১ রান করেছেন তিনি।
এর আগে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন হোয়াইটহেড।
৩৬ রানে ১০ উইকেট নিয়ে ১১৫ বছরের রেকর্ডে ভাগ বসিয়েছেন হোয়াইটহেড। ১৯০৬ সালে ইস্টার্ন প্রভিনসের হয়ে লেগস্পিনার বার্ট ভোলার ২৬ রানে ১০টি উইকেট শিকার করেছিলেন।