ম্যাচের এক মিনিটও হয়নি তখনও। গ্যালারির দর্শকরাও কেবল থিতু হচ্ছিলেন। এরইমধ্যে স্বপ্নের মতো শুরু করে জুভেন্টাস। প্রতিপক্ষ ভিলারিয়ালের বিপক্ষে ৩২ সেকেন্ডে গোল পায় তারা।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে ভিলারিয়ালের মুখোমুখি হয় জুভেন্টাস। শুরুর মতো শেষটা চমৎকার হয়নি তাদের। ভিলারিয়াল পরাজয় এড়িয়েছে, জুভেন্টাসকে সন্তুষ্ট থাকতে হয়েছে ১-১ গোলের ড্র নিয়েই।
ম্যাচের প্রথম মিনিটে মাঝ মাঠ থেকে দানিলোর লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে লাজোভিচের ডান পায়ের শটে জালে জড়ায়। এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে অভিষেকে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন লাজোভিচ।
ম্যাচের ১৩ মিনিটে ভিলারিয়াল সমতায় ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়। জুভেন্টাসও প্রথমার্ধের বাকি সময়ে আর তেমন সুযোগ তৈরি করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিলারিয়াল গোল পেতে মরিয়া হয়ে খেলতে থাকে। ম্যাচের ৬৬ মিনিটে সুযোগও এসে যায়। সতীর্থের দারুণ ক্রস ডি-বক্সে পেয়ে প্রথম স্পর্শে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার দানি পারেজো।
ম্যাচের বাকি সময় দুই দলই বেশ কয়েকবার আক্রমণে গেলেও কেউই ব্যবধান বাড়াতে পারেনি। ফলে, ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।