এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরে সবচেয়ে প্রত্যাশিত দল মিনিস্টার ঢাকা। তারকাসমৃদ্ধ দলকে নিয়ে যতটা প্রত্যাশা ছিল তার সিকিভাগও পূরণ করতে পারেনি দলটি। চার ম্যাচে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে তারা। পরাজিত ম্যাচগুলোয় ব্যাটিং ব্যর্থতায় হারলেও উইকেটের দোষারোপ করতে নারাজ ওপেনার তামিম ইকবাল খান।
আজ মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাত্র ১০০ রানে অলআউট হয় ঢাকা। দলের শোচনীয় পরাজয়েও সংবাদ সম্মেলনে তামিম উইকেটের দোষ দেননি।
তামিম বলেন, “আমরা ম্যাচে ভালো করতে পারছি না। সবকয়টি ম্যাচেই আমরা খারাপ খেলেছি। যে ম্যাচে জিতেছি তাও সৌভাগ্যবশত। আমাদের বোলিং ভালো কিন্তু ব্যাটিং তেমন ভালো না। এটাই কারণ।"
তামিম আরও বলেন, “আমরা আসলে ভালো ক্রিকেট খেলছি না। এখানে উইকেট বা অন্য কিছুকে দোষ দিয়ে লাভ নেই। আমি মনে করি, অন্য দিনের তুলনায় আজ উইকেট বেটার ছিল। আমরা ভালো ব্যাটিং করিনি।”