• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ইনস্টাগ্রামে রোনালদোর ৪০ কোটি ফলোয়ারের রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ১১:১৮ এএম
ইনস্টাগ্রামে রোনালদোর ৪০ কোটি ফলোয়ারের রেকর্ড
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ারের রেকর্ড আগে থেকেই নিজের দখলে ছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবার নতুন এক রেকর্ড গড়ে বসলেন বর্তমান সময়ের অন্যতম এই ফুটবলার। ৩৭ বছর বয়সী এই তারকার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে ইনস্টাগ্রামে নতুন এই মাইলফলক ছুঁয়ে ভক্তদের ধন্যবাদ জানিয়ে একটা ভিডিও প্রকাশ করেন সিআর সেভেন। 

৩০ সেকেন্ডের ওই ভিডিওতে রোনালদো বলেন, ‘হ্যালো বন্ধুরা, ৪০ কোটি! বাহ, কি দারুণ একটা সংখ্যা! এখন আমি বলতেই পারি সুউউউউউ (রোনালদোর বিশেষ উদযাপন)। এখানেই থামতে চাই না আমি। আরও ১০-২০ কোটি ফলোয়ারের সংখ্যা ছাড়িয়ে যাবে বলে আশা করছি।’ 

ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যার দিক থেকে রোনালদোর পরেই আছেন যুক্তরাষ্ট্রের মডেল ও টিভি ব্যক্তিত্ব কাইলি জেনার। এই সেলিব্রেটির ফলোয়ার সংখ্যা ৩১ কোটি ২০ লাখ। এ তালিকার তিন নম্বরে আছেন রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৩০ কোটি ৮০ লাখ।

সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও স্পোর্টিং লিসবন তারকা আরও জানান, ইনস্টাগ্রামে এই মাইলফলক ছোঁয়ার মুহূর্তটা তার জন্যও দারুণ। বলেন, ‘এটা দুর্দান্ত, আমার জন্য দারুণ একটা মুহূর্ত। আপনারা ছাড়া এটা সম্ভব ছিল না মোটেও। হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে বলতে চাই ধন্যবাদ। এমনটা ধরে রাখুন আপনারা।’

শেষ কিছু দিনে মাঠে নৈপুণ্য দেখানোর পাশাপাশি ইনস্টাগ্রামেও সমানতালে সক্রিয় রোনালদো। ব্যক্তিগত ঘটনা হোক, কিংবা মাঠের কোনো কিছু, দলের জয়ে হোক কিংবা হারের পর রোনালদোর ভাষাগত নৈপুণ্যের প্রমাণ পাওয়া যায় তার ইনস্টাগ্রামে। ধারণা করা হচ্ছে, সে কারণেই তার ফলোয়ারের সংখ্যা আকাশ ছুঁয়েছে শেষ কিছু দিনে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!