কনুইতে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ইংলিশ পেসার জোফরা আর্চার। সেকারণেই বলা হচ্ছিল এবারের আইপিএলে অংশ নিতে পারবেন না তিনি।
গতবছর মে মাসে গুরুতর চোটের জন্য তার ডান কনুইতে অস্ত্রোপচার হয়েছিল। এরপর তিনি ঘরোয়া ক্রিকেটেও ফেরেন। তবে আবার মাঠের বাহিরে চলে যান।
এ মৌসুমে ইংলিশ বোলার জোফরাকে মাঠে পাবে না জেনেও তাকে ৮ কোটিতে দলে টেনেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আগে আর্চার আইপিএলে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে।
এবার দলটি তাকে দলে রাখার জন্য ৬ কোটি ২৫ লক্ষ টাকা পর্যন্ত দর করেছিল। এরপর রাজস্থান সরে আসে। সানরাইজার্স হায়দরাবাদও বেশ আগ্রহী ছিল। তবে শেষ পর্যন্ত আর্চারকে পায় মুম্বাই।
এবারের আইপিএল মেগা নিলামে ৫৯০ জন খেলোয়াড় বিভিন্ন দলভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। আর্চার ইনজুরির কারণে আইপিএলে নাম দিতে দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত নাম অন্তর্ভুক্ত করেন।
তবে ইসিবির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এ মৌসুমে না, আর্চার ২০২৩ এবং ২০২৪ মৌসুমে অংশ নেবেন। অন্যদিকে, ভবিষ্যতে দলকে শক্তিশালী করতেই তাকে দলে যুক্ত করেছে মুম্বাই।