অনেক চড়াই-উৎরায় পেরিয়ে সময়টা ভালই কাটছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বিদায় ঘন্টা বেজে গেছে তাদের। যার কারণে তাদের খেলতে হচ্ছে ইউরোপের দ্বিতীয় সারির এই ক্লাব প্রতিযোগিতা ইউরোপা লিগে।
এই লিগে অ্যাটলেটিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়ার পর গত রাতে ন্যাপোলিকেও ৪ গোলের মালা পরিয়েছে কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা। শেষ ম্যাচে ন্যাপোলির বিপক্ষে জয় তাদের তুলে দিয়েছে ইউরোপা লিগের শেষ ষোলোয়। সেখানে দলটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তুরস্কের দল গ্যালাতাসারাইকে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইউরোপের দ্বিতীয় সারির এই ক্লাব প্রতিযোগিতার শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়। সেখানেই প্রতিযোগিতায় টিকে থাকা দলগুলো জানতে পারে, শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ কে হবে। বার্সা অবশ্য ইউরোপায় তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়ে গেছে। নিজেদের লিগে যে গ্যালাতাসারাইয়ের অবস্থান বর্তমানে ১৩-তে!
তবে বার্সার মতো সুপ্রসন্ন হয়নি ইউরোপার রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন সেভিয়ার ভাগ্য। স্প্যানিশ এই দলটি মুখোমুখি হবে ইংলিশ দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের।
প্রতিযোগিতায় টিকে থাকা অন্য স্প্যানিশ দল রিয়াল বেটিস মুখোমুখি হবে জার্মান দল আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টের। এদিকে ফরাসি দল লিওঁর মুখোমুখি হবে পর্তুগালের দল পোর্তো। লিওঁর মতো পর্তুগিজ প্রতিপক্ষ পেয়েছে মোনাকোও। তারা খেলবে ব্রাগার বিপক্ষে।
শেষ ৩২তে বরুসিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দেওয়া গ্লাসগো রেঞ্জার্স শেষ ষোলোয় মুখোমুখি হবে রেড স্টার বেলগ্রেডের। এছাড়াও আরবি লাইপজিগ মুখোমুখি হবে রাশান দল স্পার্তাক মস্কোর, আর আটালান্টা খেলবে বেয়ার লেভারকুজেনের।