• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ব্রাজিল-আর্জেন্টিনাকে ফিফার শাস্তি, আপিল করবে মেসিরা


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ১২:৪৮ পিএম
ব্রাজিল-আর্জেন্টিনাকে ফিফার শাস্তি, আপিল করবে মেসিরা

ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) ব্রাজিল ও আর্জেন্টিনাকে কড়া শাস্তি দিয়েছে এবং স্থগিত হওয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ পুনরায় খেলার নির্দেশ দিয়েছে। ওই ম্যাচে খেলোয়াড়দের কোয়ারেন্টাইন বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। স্বাস্থ্য কর্মকর্তারা সাও পাওলোতে মাঠে নেমে আসার পরে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

আর্জেন্টিনার ইংলিশ প্রিমিয়ার লিগের চারজন খেলোয়াড়ের বিরুদ্ধে সেপ্টেম্বরে করোনাভাইরাস ইস্যুতে মিথ্যা বলার অভিযোগ আনা হয়েছিল। ফলে ম্যাচ শুরুর সাত মিনিট পরে খেলা বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো সেলসো এবং ক্রিস্টিয়ান রোমেরো ফিফা সূচিতে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। ফিফা ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে নিরাপত্তা লঙ্ঘনের জন্য ৫ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে আড়াই লাখ সুইস ফ্রা জরিমানা করা হয়েছে।

এএফএ সভাপতি চিকি তাপিয়া টুইট করেছেন যে “আর্জেন্টাইনরা এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করেছে।” 

ব্রাজিলের সকার কনফেডারেশন এক বিবৃতিতে বলেছে যে তারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয়। ফিফার এমন সিদ্ধান্তর ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে এবং পরে এই মামলার বিষয়ে পদক্ষেপ নেবে কি না, তা সিদ্ধান্ত নেবে।

ফিফা ম্যাচটি আবার খেলার তারিখ বা স্থান নির্ধারণ করেনি। মার্চ মাসে কনমেবল বাছাইপর্বের নির্ধারিত সমাপ্তির আগে ব্রাজিল ও আর্জেন্টিনা ইতিমধ্যে নভেম্বরে কাতার বিশ্বকাপে জায়গা পাকা করেছে। উভয় দলের আরও দুটি ম্যাচ বাকি আছে।

কেন ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তারা হস্তক্ষেপ করার জন্য ৫ সেপ্টেম্বর ম্যাচ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত অপেক্ষা করেছিলেন, তা নিয়ে প্রশ্ন ছিল। সরকারি সংস্থা আনভিসা সেই সময়ে বলেছিল যে, সিবিএফ এবং এএফএ তার এজেন্টদের কয়েক দিন ধরে তাদের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখেছিল। তাছাড়া তাদের দাবি, তারা ম্যাচটি স্থগিত করার চেষ্টা করেননি। শুধু আর্জেন্টিনার যে খেলোয়াড়রা কোয়ারেন্টাইন প্রটোকল মানেননি, তাদের সরিয়ে নিতে চেয়েছেন।

আর্জেন্টিনা দল কারাকাস থেকে দুই দিন আগে ব্রাজিলে পৌঁছেছিল। যেখানে আগের রাতে তারা ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছিল। ব্রাজিলের স্বাস্থ্য সংস্থার অভিযোগ, খেলোয়াড়রা অভিবাসন কর্মকর্তাদের জানাননি যে তারা আগের দুই সপ্তাহের মধ্যে ব্রিটেনে ছিল কি না। এটাকে কেন্দ্র করে তদন্ত করা হয়েছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!