• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আফ্রিদি ও আমিরের পর এ কৃতিত্ব কেবলই নাসিমের


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৯:২৫ এএম
আফ্রিদি ও আমিরের পর এ কৃতিত্ব কেবলই নাসিমের

লাহোরে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে পাকিস্তান। দ্বিতীয় দিনশেষে অজিদের ৩৯১ রানের জবাবে ৯০ রানে ১ উইকেট হারিয়ে ব্যাট করছে বাবর আজমের দল।

দ্বিতীয় দিনশেষে বেশ ফুরফুরে মেজাজেই আছে পাকিস্তান। অবশ্য পাকিস্তানের তরুণ ক্রিকেটার নাসিম শাহ আছেন আরও খোশমেজাজে। মাত্র ১৯ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে চার উইকেট পেয়েছেন তিনি। অজিদের বিপক্ষে এক ইনিংসে চার বা তার বেশি উইকেট পাওয়া পাকিস্তানের তৃতীয় তরুণ তারকা তিনি। 

এই সাফল্যে নাসিম শহীদ আফ্রিদি ও মোহাম্মদ আমিরের কৃতিত্বে ভাগ বসালেন। টপ অর্ডার ব্যাটার স্টিভেন স্মিথকে ব্যক্তিগত ৫৯ রানে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। এরপর ট্র্যাভিস হেড তার বলে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ তুলে দেন। ক্যামেরন গ্রিনকে ৭৯ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান নাসিম। নাথান লায়নকে আউট করে চতুর্থ উইকেট পূরণ করেন তিনি। চারটির মধ্যে দুটিই ছিল বিগ উইকেট।

অবশ্য পাকিস্তানের অন্যতম সেরা বোলার শাহিন শাহ আফ্রিদিও চার উইকেট নেন। নাসিম ৩১ ওভার বল করে ৫৮ রানের বিনিময়ে চার উইকেট পান।

Link copied!