আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জয়লাভ করে সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে এসে প্রতিপক্ষের কাছে ৭ উইকেটে ধরাশয়ী হল টাইগাররা। ফলে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করার মিশন ব্যর্থ হল অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন টিম বাংলাদেশের।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে সফরকারী আফগানরা।
দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। এক লিটন দাস ছাড়া দলের সংগ্রহে কেউ তেমন অবদান রাখতে পারেনি। ব্যাট হাতে লিটন আগের ম্যাচে সেঞ্চুরি করার পর আজকেও খেললেন ১১৩ বলে ৮৬ রানের ইনিংস। তার ইনিংসের ওপর ভর করে নির্ধারিত সময়ের আগেই মাত্র ১৯২ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। ইনিংসে বাকিদের মধ্যে সাকিবের অবদান ৩০, আর মাহমুদউল্লাহর অপরাজিত ২৯ রান৷
আফগানিস্তানের পক্ষে রশিদ খান ৩টি, মোহাম্মদ নবী ২ টি এবং ফজল হক ও আজমতউল্লাহ নেন একটি করে উইকেট।
জবাবে রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই বাংলাদেশকে জয় থেকে দূরে ঠেলে দেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও রিয়াজ হাসান। তাদের ৭৯ রানের জুটি ভাঙ্গে সাকিবের স্পিন ঘুর্ণিতে রিয়াজকে বিদায় করে। এই ব্যাটার ৪৯ বলে করেন ৩৫ রান করেব ৪টি চার ও ১টি ছক্কার মাধ্যমে।
এরপর গুরবাজকে সঙ্গে নিয়ে জয়ের পথে এগিয়ে যেতে থাকে রহমত শাহ। যদিও উইকেটের পিছনে মুশফিক ও বাউন্ডারি লাইনে মাহমুদউল্লাহর ক্যাচ মিস না হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। এই দুই ব্যাটার দলের স্কোরবোর্ডে আরও একশ রান যোগ করলে জয়ের সন্নিকটে চলে যায় আফগানরা।
কিন্তু মিরাদের ব্যাক টু ব্যাক ওভারে রহমত শাহ ও অধিনায়ক শাহেদীকে বিদায় করলে হারের ব্যবধানটাই শুধু কমিয়েছে টাইগাররা। শেষ দিকে গুরবাজ তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে দলকে চলতি সিরিজের প্রথম জয় উপহার দেন। ৪১তম ওভারের প্রথম বলেই ৭ উইকেট ও ৫৯ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় মধ্যপ্রাচ্যের এই দেশটি।
এই হারের পরও সিরিজে ২-১ তে সিরিজ জয় করল টাইগাররা। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরি হাঁকানো আফগান উইকেটকিপার ব্যাটার গুরবাজ। আর সিরিজ সেরা হয়েছেন লিটন দাস।
আগামী ৩ মার্চ ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ।