প্রথম টেস্টের দিকে চোখ রাখলেই বোঝা যায় বাংলাদেশ মাউন্ট মাঙ্গানুইতে নিউজিল্যান্ডকে হারাতে পাঁচ দিন কতটা ভালো খেলেছে। কেউ তাদের সুযোগ করে দেয়নি কিন্তু তারা সবকিছু ঘুরিয়ে দিয়েছে এবং দারুণভাবে।
বাংলাদেশ দলগত প্রচেষ্টায় ত্রুটি রাখেনি। যার ফলে বিশ্ব ক্রিকেটের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন দেখেছিল। এই জয় টাইগারদের ড্রেসিং রুমের মেজাজকেও আমূল পরিবর্তন করেছে। যা তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।
বাংলাদেশের বোলারদের নিউজিল্যান্ডকে অলআউট করা সম্ভবত এই টেস্ট জয়ের অন্যতম আকর্ষণ ছিল। এবাদত হোসেন দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নেন। পঞ্চম দিনের সকালে রস টেলরের গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের পথ সুগম করেন।
বাংলাদেশের নবাগত মাহমুদুল হাসান জয় তার ২২৮ বলে ৭৮ রানের ইনিংসে বেশ দৃঢ় ও আত্মবিশ্বাসী ছিলেন। অধিনায়ক মুমিনুল হক প্রথম ইনিংসে সর্বোচ্চ স্কোর করেছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে রান তাড়াতে তাদের বাধা নেই। নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস ব্যাট হাতে অনবদ্য ছিলেন। মেহেদি হাসান মিরাজ দীর্ঘ স্পেল বোলিং করেন এবং ছয়ে নেমে গুরুত্বপূর্ণ ৪৭ রান করেন। জয়ের মতো ইয়াসির আলিও তার দ্বিতীয় টেস্ট খেলছিলেন এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। শরিফুল ইসলাম তার প্রথম ইনিংসে ভালো বোলিং করেন।
নিউজিল্যান্ডের উদ্বেগের কিছু জায়গা থাকবে। তাদের বহুল আকাঙ্ক্ষিত ফাস্ট বোলিংয়ে তারা তেমন আক্রমণ করতে পারেনি যেমনটা তারা চেয়েছিল। স্পষ্টই তারা প্রথম টেস্টের পরাজয়ে আজাজ প্যাটেলকে স্মরণ করেছে।
ব্যাটিং-এর দিক থেকে, দুই ইনিংসেই নিউজিল্যান্ডের মুথ থুবড়ে পড়া উদ্বেগের কারণ। কেন উইলিয়ামসনের অনুপস্থিতি তাদের নিঃসন্দেহে ভুগিয়েছে। তবে রস টেলর, টম লাথাম, হেনরি নিকোলস এবং ডেভন কনওয়ের মতো ব্যাটার দলে থাকা ব্যাটিং লাইন আপে দুর্দান্ত সমন্বয়।
আগামী কাল দ্বিতীয় টেস্টে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। প্রথম ম্যাচে জিতলেও নিউজিল্যান্ডই ফেবারিট। তবে বাংলাদেশ দলও চাইবে আত্মবিশ্বাস ধরে রেখে প্রথম ম্যাচের জয়ে উজ্জীবিত হয়ে কিউইদের হারাতে।
দলের খবর
প্রথম টেস্ট পরাজয়ের পরেও সাউদি বা ট্রেন্ট বোল্টকে বিশ্রাম দেওয়ার বিষয়ে কিছু কথা বলা হয়েছিল, তবে এটি এখনও অসম্ভব বলে মনে হচ্ছে।
নিউজিল্যান্ড (সম্ভাব্য): টম লাথাম (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।
হাতের চোটের কারণে বাংলাদেশ দল থেকে জয় ছিটকে পড়েছেন। তার স্থলাভিষিক্ত হতে পারেন ফজলে মাহমুদ অথবা মোহাম্মদ নাঈম।
বাংলাদেশ (সম্ভাব্য): শাদমান ইসলাম, ফজলে মাহমুদ/মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম/আবু জায়েদ, এবাদত হোসেন।