সাধারণত এক বলে সর্বোচ্চ ৬ রান হয় ক্রিকেটে। তবে ক্রাইস্টচার্চের শেষ টেস্টে এর চেয়ে একটু বেশিই পেয়েছেন কিউই ব্যাটার উইলিয়াম ইয়ং।
নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়াং এমন অসাধারণ শট খেলেন, যাতে তিনি ১, ২, ৩, ৪, ৫ বা ৬ নয়, মোট ৭ রান পান। আর এই দৃশ্য দেখা গেছে ক্রাইস্টচার্চে, যেখানে খেলা চলছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের।
ঘটনাটি ছিল নিউজিল্যান্ডের ইনিংসের ২৬তম ওভারে। বোলার ছিলেন বাংলাদেশের এবাদত হোসেন।
স্ট্রাইকে ছিলেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং, যিনি এই সময় ২৬ রানে খেলছিলেন। ওভারের শেষ বলটি উইল ইয়ংয়ের ব্যাটের কানায় লেগে যায় এবং স্লিপে যায়। যেখানে তার ক্যাচ ড্রপ হওয়ার পাশাপাশি রানও দান করে বাংলাদেশ।
মিসফিল্ডের কারণে উইল ইয়ং ৩ রান করেন। তখনই বোলার নুরুল হাসানের থ্রো ধরতে না পারলে বল সোজা বাউন্ডারি লাইন পার হয়ে যায়।
এমন বলে যেখানে ইয়াং আউট হতে পারতেন সেখানে তিনি পেয়েছেন ৭ রান। রস টেলরের শেষ আন্তর্জাতিক ম্যাচে এই আশ্চর্যজনক কীর্তি গড়ল কিউইরা।