আগামী ২৬ মার্চ পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারকার আসরের। এই টুর্নামেন্টের মেগা নিলাম শেষ হয়েছে অনেক আগেই। তবে লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।
আইপিএলের এবারের আসরে দুটি নতুন দল যুক্ত হয়েছে। তার মধ্যে একটি দল লখনৌ সুপার জায়ান্টস তাসকিনকে দলে টানতে আগ্রহী। রোববার (২০ মার্চ) সন্ধ্যায় ঢাকায় ফোন করেছেন দলের মেন্টর গৌতম গম্ভীর। পুরো মৌসুমের জন্যই দল তাকে চাচ্ছে।
এবার মেগা নিলামে লখনৌ ইংল্যান্ডের পেসার মার্ক উডকে দলে ভিড়িয়েছিল। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরিতে ছিটকে গেছেন এই ইংলিশ ক্রিকেটার। তার পরিবর্তেই তাসকিনকে দলটি চায়।
তবে এক্ষেত্রে একটি শর্ত জুড়ে দিয়েছে দলটি। আইপিএলে খেলতে হলে পুরো মৌসুমের জন্য বিসিবির ছাড়পত্র লাগবে তাসকিনের। তাসকিনকে দলে পেতে বিসিবিতেও ফোন করেছেন লখনৌর মেন্টর গৌতম। এই ক্রিকেটার এখন দক্ষিণ আফ্রিকায় খেলছেন।