ওল্ড ট্রাফোর্ডে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচে অ্যাথলেটিকো ১-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে পরের ধাপ নিশ্চিত করল। প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।
ম্যাচের শুরু থেকেই দুদল আক্রমণ করে যাচ্ছিল। তবে কেউই গোলের দেখা পায়নি। ম্যাচের ৩৪ মিনিটে অ্যাথলেটিকোর জোয়াও ফেলিক্স জালে বল পাঠালেও গোল মেলেনি, অফসাইডের ফাঁদে পড়ে। অবশ্য এর মাত্র ছয় মিনিট পর এগিয়ে যায় তারা। অ্যান্টনি গ্রিজম্যানের হেডে গোলটি পান লোদি।
দ্বিতীয়ার্ধেও দুই পক্ষের আক্রমণ অব্যাহত থাকে। তবে কেউই জালে বল জড়াতে সক্ষম হননি। ম্যাচের ৬৭ মিনিটে গোল পেতে মরিয়া ইউনাইটেড একসঙ্গে তিনটি পরিবর্তন আনে। তাতেও সফল হয়নি তারা।
ম্যাচে আধিপত্য করেও শেষ পর্যন্ত ঘরের মাঠে হেরে বিদায় নিতে হয় ইউনাইটেডকে। অন্যদিকে, এই নিয়ে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠল অ্যাথলেটিকো মাদ্রিদ দলটি।