আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। সিরিজের আগে দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড। দলে রাখা হয়নি দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত ঋদ্ধিমান সাহাকে। বাদ পড়ার কারণ জানেন না এই ক্রিকেটার নিজেও।
ভারত দলের মূল কিপার ঋশভ পান্ত। এত দিন বিকল্প হয়েই ছিলেন ঋদ্ধিমান। তবে এবার স্কোয়াডে তাকে বাদ দিয়ে বিকল্প হিসেবে রাখা হয়েছে শ্রিকার ভারতকে। তবে সিনিয়র এই খেলোয়াড়কে বাদ দেওয়ার কারণ বলেনি বোর্ড।
প্রধান নির্বাচক চেতন শর্মা জানান, “কোন কারণে তাকে বাদ দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ নির্বাচকদের ব্যাপার। তবে তাকে (ঋদ্ধিমান) জানানো হয়েছিল।”
ঋদ্ধিমানকে জানানো হয়েছিল রঞ্জি ট্রফিতে ভালো খেললে আবার সুযোগ মিলতে পারে জাতীয় দলে। তবে ঋদ্ধিমান রঞ্জি খেলছেনই না!
রাহুল দ্রাবিড় দুই মাস আগেই তাকে অবসরের পরামর্শ দিয়েছিলেন। এটা স্বীকার করেছেন ৩৭ বছর বয়সী ঋদ্ধিমান। তবে কী কারণে তাকে বোর্ড বাদ দিয়েছে, তার কারণ জানেন না এই ক্রিকেটার।