• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অধিনায়ক দুষছেন ব্যাটারদের, ফিল্ডিংয়ে হতাশ ডোমিঙ্গো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৯:৩৩ পিএম
অধিনায়ক দুষছেন ব্যাটারদের, ফিল্ডিংয়ে হতাশ ডোমিঙ্গো
ছবি সংগৃহীত

ওয়ানডে সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে ছিল টিম বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও আফগানদের বিপক্ষে ৬১ রানের জয় পেয়েছিল টাইগাররা। ফলে লিটন-মুনিমদের সামনে সুযোগ ছিল আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের। কিন্তু সে আশা পূরণ হয়নি। উল্টো ব্যাট করে প্রথমে ১১৫ রান তোলার পর বাজে ফিল্ডিংয়ের কারণে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় মাহমুদউল্লাহর দল।

শনিবার (৫ মার্চ) সিরিজ হাতছাড়া করে এ ম্যাচ হারের জন্য ব্যাটসম্যানদের দুষছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

রিয়াদ বলেন, ‘হতাশাজনক। প্রথমত উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। আমরা প্রয়োজন অনুযায়ী জুটি গড়তে পারিনি, যথেষ্ট রান তুলতে পারিনি। ম্যাচটা যেভাবে শেষ হলো তা অত্যন্ত হতাশাজনক।’

"১৫০-১৬০ রানের মতো উইকেট না হলেও এখানে ১৩০-১৪০ রান করাই যায়। আমি ও মুশফিক একটি ভালো জুটি গড়ার চেষ্টা করছিলাম। তাদের মূল বোলাররা তখন বোলিং করছিল। আমরা আরো কিছু রান করতে পারলে ভিন্ন চিত্র হতো হয়ত। যেটা বললাম- আমাদের ভালো জুটি হয়নি এটাই ব্যাটিং ব্যর্থতার কারণ। এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে।" -যোগ করেন তিনি। 

আফগানদের ইনিংসের প্রথম ওভারেই হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ ছেড়েছেন নাসুম। এরপর আফিফ, নাঈমরা ফসকেছেন সহজ কয়েকটি ক্যাচ। সেই ক্যাচগুলো ধরতে পারলে ম্যাচের পরিস্থিতি বদলে যেতে পারত। এই প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের এটার (ফিল্ডিং) সমাধান বের করতে হবে। কয়েক ম্যাচ ধরে এমন হচ্ছে। পুরো দল হিসেবেই ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে।’

মাহমুদউল্লাহর মত কোচ রাসেল ডোমিঙ্গোর চোখে মুখে হতাশার গ্লানি। টাইগার হেড কোচের কথা, ‘আমরা টি-টোয়েন্টি সিরিজটা জিততে চেয়েছিলাম; কিন্তু পারলাম না। আমরা যেভাবে শেষ করলাম, তা খুবই হতাশার।’

আজকের ম্যাচে তিন ক্যাচ হাতছাড়া করার বিষয়টিও তাকে খুব কষ্ট দিয়েছে। ফিল্ডারদের হাত থেকে তিন-তিনটি ক্যাচ ফস্কে বেরিয়ে যাওয়ায় হতাশ ডোমিঙ্গো বলেন, ‘আমরা শেষ ৫ খেলায় ৮ ক্যাচ ফেলেছি।’

এটা কেন হচ্ছে? তার কারণ খুঁজে বের করতে আগ্রহী টাইগার হেড কোচ। তার কথা, ‘আমি জানি না, ঠিক কী কারণে এত ক্যাচ ড্রপ হচ্ছে?’

তবে তিনটি সম্ভাব্য কারণ খুঁজে বের করেছেন ডোমিঙ্গো, তার ধারণা হয়তো মনসংযোগ ধরে রাখতে না পারা। না হয় আস্থা ও আত্মবিশ্বাসে ঘাটতি, আর না হয় চাপের মুখে খেই হারিয়ে ফেলা।

শুধু আজকের ম্যাচের কথা নয়। ডোমিঙ্গো ক্রিকেটারদের ক্যাচ ফেলা দেখে খুবই অসন্তুষ্ট। তার কথা, আমরা বিশ্বকাপেও ক্যাচ মিসের মাশুল দিয়েছি। টেস্টেও ক্যাচ ফেলেছি। যা আমাদের প্রচুর ভোগাচ্ছে এবং চড়া মাশুলও গুনতে হয়েছে।

তবে কী বাংলাদেশের ফিল্ডিং ও ক্যাচিং প্র্যাকটিসে যথাযথ অনুশীলন হচ্ছে না? এ প্রশ্নের জবাবে বাংলাদেশ হেড কোচ বলেন, ‘আপনি প্র্যাকটিসে যতই ডিল করেন না কেন, মাঠে তো ক্যাচ গুলো ধরতে হবে এবং এটাই আমার শেষ কথা।’

খেলা বিভাগের আরো খবর

Link copied!