• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

ব্রাজিল শিবিরে নতুন দুঃশ্চিন্তা জেসুসের চোট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ০৬:৩৬ পিএম
ব্রাজিল শিবিরে নতুন দুঃশ্চিন্তা জেসুসের চোট

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই ছিলেন  গ্যাব্রিয়েল জেসুস। শুক্রবার ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এই ম্যাচে দলের শুরুর একাদশে ছিলেন এই আর্সেনাল তারকা। ম্যাচটিতে ব্রাজিল ১-০ গোলে হেরে যায়।

দ্বিতীয়ার্ধে জেসুসকে মাঠ থেকে তুলে নেন কোচ তিতে। তিনি তার হাঁটুতে ব্যথার অনুভব করেছিলেন। ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার তার ব্যথার কথা নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের বলেছেন, “ম্যাচের পরে জেসুস তার ডান হাঁটুতে ব্যথার কথা জানিয়েছিল এবং আমরা তাকে কিছু পরিক্ষা-নীরিক্ষা করব।”

তবে জি গ্লোবোর মতে, জেসুসের জন্য খারাপ খবর অপেক্ষা করছে। কাতারে এই ফরোয়ার্ডের আর কোনো ভূমিকা নেই।

ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছে, সাবেক ম্যানচেস্টার সিটি তারকা আর্সেনালে ব্যথা নিয়ে খেলেছেন। তিনি জানুয়ারিতে মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। জেসুস এমিরেটসে ওয়েস্ট হ্যামের বিপক্ষে আর্সেনালের ম্যাচ মিস করতে পারেন।

এদিকে, দলের অন্যতম সদস্য নেইমার ইনজুরিতে পড়েছেন শুরু থেকেই। এখনো তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন নিশ্চিত না। তবে চোট কাটিয়ে ডিফেন্ডার দানিলো ফিরতে পারেন। 

Link copied!