• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়াকে ৩১২ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ০৬:২১ পিএম
অস্ট্রেলিয়াকে ৩১২ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা
কুইন্টন ডি কক । ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে কুইন্টন ডি ককের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে প্রোটিয়ারা। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তোলে ৩১১ রান। অজিদের লক্ষ্য ৩১২ রান। 

লখনৌতে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের শুরুটা হয় দারুণ। উদ্বোধনী জুটিতে অধিনায়ক টেম্বা বাভুমা ও ডি কক তোলেন ১১৮ বলে ১০৮ রান। যেখানে ডি ককের ৬৭ আর বাভুমার ৩৫ রান। বাকি রানগুলো অতিরিক্ত। এরপরই ভাঙে এই জুটি। গ্লেন ম্যাক্সওয়েলের বলে ডেভিড ওর্য়ানারকে ক্যাচি দিয়ে ফেরেন প্রোটিয়া অধিনায়ক। আউট হবার আগে ৫৫ বলে ৩৫ রান করেন তিনি।

এরপর ফন ডার ডুসেনের সঙ্গে আরও একটি জুটি গড়েন ডি কক। তাদের ৫০ রানের জুটি ভাঙে ২৬ রান করা ডুসেনের বিদায়ে। অ্যাডাম জাম্পা নেন তার উইকেট। তার বিদায়ের পরপরই বিশ্বকাপে ব্যাক টু ব্যাক শতক তুলে নেন ডি কক। আর এই শতকের পর হার্শেল গিবসকে পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকান ওপেনার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় দুইয়ে ওঠে এসেছে ডি কক।  

তবে, এইডেন মার্করামের সঙ্গে তার ব্যাটিং রসদ জমে ওঠের আগে বিদায় নেন ডি কক। শতক হাঁকানো এই ক্রিকেটারকে থামান ম্যাক্সওয়েল। ৮ চার ও ৫ ছক্কায় ১০৯ রানে তিনি বিদায় নিলে ভাঙে ৩৮ বলে ৩৯ রানের জুটি।

এরপর মার্করাম ও হাইনরিখ ক্লাসেনের ৫০ রানের জুটি প্রোটিয়াদের রানের চাকা সচল রাখেন। মার্করাম তুলে নেন হাফসেঞ্চুরিও। তবে মার্খরাম ৫৬ রান করে বিদায় নেন অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে। তার বিদায়ের পর অন্যরা বড় স্কোর সেভাবে না করতে পারলেও প্রোটিয়াদের স্কোর ৩০০ ছাড়াই নিচের দিকে ব্যাটসম্যানদের ক্যামিওতে। যেখানে ক্লাসেনের ২৯ ও মার্কো ইয়ানসের ২৬ রান। অজিদের হয়ে ১০ ওভারে ৩৪ রান করে ২ উইকেট নেন স্পিনার ম্যাক্সওয়েল। সমান উইকেট নিয়েছেন মিচেল স্টার্কও। রান দিয়েছেন ৫৩ রান। 

Link copied!