দুই দিনের ছুটি শেষ করে কলকাতা গিয়েছেন সাকিব আল হাসান। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারের পর দল যখন কলকাতার বিমান ধরেন তখন সাকিব ধরেন বাংলাদেশের বিমান। তার দেশে আসা নিয়ে অনেক কথা ওঠে। হঠাৎ তার দেশে আসার কারণ জানা যায় দেশে এসেছেন বিকেএসপির কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন করতে। এরপর বুধবার ও বৃহস্পতিবার দু-দিন দু দফায় নেট সেশন করেছেন এই অলরাউন্ডার। বৃহস্পতিবার সকালেও অনুশীলনে ছিলেন তিনি।
এরপর ঢাকা থেকে কলকাতায় ফেরার পথ ধরেছেন সাকিব, বিষয়টি জানিয়েছেন টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম। তিনি জানান, সাকিবের ছুটি দুদিনের ছিল। সেটি শেষ হওয়াতেই চলে আসছেন তিনি। এর আগে অবশ্য জানা গিয়েছিল শুক্রবার অবধি অনুশীলন করবেন সাকিব।
তবে বিসিবি কর্তাদের ছুটি নিয়ে অসন্তোষের কারণে ফিরে আসতে হচ্ছে তাকে। ফ্লাইট ধরছেন কলকাতার। এরপর আগামীকাল (শুক্রবার) নেদারল্যান্ডস ম্যাচের আগের দিন দলের অনুশীলনেও সাকিবের থাকার কথা রয়েছে।
মুম্বাই থেকে মিরপুরে গিয়ে বুধবার ইনডোরের ভেতরে প্রায় তিন ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। এদিন বল হাতে নেননি তিনি। বৃহস্পতিবারও মিরপুরের ইনডোরে অনুশীলন করেছেন সাকিব।
আগের দিন অনুশীলনে কী নিয়ে কাজ হয়েছে জানতে চাইলে বিস্তারিত বলতে চাননি নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, “অনুশীলন আর প্রয়োগ তো আলাদা জিনিস। দেখা যাক বাকিটা। ”
এবারের বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে স্রেফ ৫৬ রান করেছেন সাকিব। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে তিনি নিয়েছেন ৬ উইকেট। দলের অবস্থাও খুব একটা ভালো নয়। হেরেছে পাঁচ ম্যাচের চারটিতে, এর মধ্যে চোটের কারণে ভারতের বিপক্ষে খেলেননি সাকিব।