• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নিউজিল্যান্ডের বিপক্ষে দলে নাও থাকতে পারেন রিয়াদ : মাশরাফি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ০৫:০১ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে দলে নাও থাকতে পারেন রিয়াদ : মাশরাফি
মাশরাফি বিন মর্তুজা। ফাইল ছবি

নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতার দিনে ঠিক সময়ে কাজের কাজটি করতে পারেননি বোলাররাও। এরপরে টাইগার বাহিনীর বিভিন্ন ভুল নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। তবে সেগুলোর সঙ্গে একমত নন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মঙ্গলবার (১০ অক্টোবর) সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন মাশরাফি। সেখানে তিনি ইংল্যান্ড ম্যাচের হারসহ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন।

মাশরাফি বিন মর্তুজা নিজের পোস্টে লিখেছেন, “ইংল্যান্ডকে হারাতে হলে অবিশ্বাস্য দিন দরকার হতো। এই ভুল, সেই ভুল বলে কোনো লাভ নাই। অনেক বড় টুর্নামেন্ট, তাই এই ম্যাচ নিয়ে পড়ে থেকে লাভ নাই। হয়তো ব্যাটিংয়ে আরও কিছু রান করা যেতো।”

মাশরাফি আরও লিখেছেন, “তবে যেহেতু পয়েন্টের খেলা, তাই ১৩৪ (১৩৭) রানে হারা আর ১ রানে হারার ভেতর কোনো পার্থক্য নাই। এখনই সময় দলকে সাপোর্ট করার, ভালো সময়ে দূরে থাকলেও চলে।”

মাশরাফির মতে, চেন্নাইয়ের উইকেট স্পিনারদের জন্য বেশ সহায়ক হবে। আর সেক্ষেত্রে দল হয়তো বাড়তি স্পিনার নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা করবে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন মাহমুদউল্লাহ।

মাশরাফি লিখেছেন, “ভারতের যতো উইকেটে খেলা হচ্ছে, তার ভেতর টার্নিং উইকেটে তিন নম্বরে আছে চেন্নাই। টার্নিং গ্রাফে দেখলাম ২.৯০ ডিগ্রী টার্ন এই উইকেটে।”

উইকেটের টার্নিং তুলে ধরে মাশরাফি লিখেছেন, “প্রতিপক্ষ নিউজিল্যান্ড অবশ্যই সেরা দলের একটা, তবে টার্নিং উইকেটে তো আমরাও অনেক ভালো দল। যদি উইকেট স্লো এবং কিছুটা টার্নিং হয়, তাহলে রিয়াদের আবারও বসে থাকতে হতে পারে। যাই হোক সেটা ম্যানেজমেন্টের বিষয়।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!