• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
এশিয়া কাপ

জার্সিতে আয়োজক দেশের নাম না থাকার কারণ ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩, ০২:১১ পিএম
জার্সিতে আয়োজক দেশের নাম না থাকার কারণ ভারত
এশিয়া কাপের জার্সিতে নেই আয়োজক দেশের নাম। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ নিয়ে ভারতের নাটক যেন থামছেই না। আসর শুরুর আগে থেকেই দেশটি একের পর এক আবদার করে যাচ্ছে। প্রথমে আয়োজক দেশ নিয়ে সমস্যা দেখায় তারা। সেটার সমাধান করার পর এখন তাদের চাপে পড়ে জার্সি থেকে সরাতে হয়েছে আয়োজক দেশের নামও। এবারের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তবে সে দেশে গিয়ে এশিয়া কাপ খেলতে অস্বীকৃতি জানায় বিসিসিআই। নানা চেষ্টা করেও পাকিস্তান যখন ভারতের মন গলাতে পারেনি, তখন ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব দেয় তারা। যেখানে ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।  

বুধবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর। পাকিস্তানের মুলতানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও স্বাগতিক পাকিস্তান। এর আগে দলগুলোর জার্সিতে দেখা যায় অবাক করার মতো ব্যাপার। এশিয়া কাপের লোগো থাকলেও আয়োজক দেশের নাম নেই সেখানে।

এশিয়া কাপের জার্সিতে নেই আয়োজক দেশের নাম। ছবি : সংগৃহীত

সাধারণত জার্সিতে টুর্নামেন্টের নামের পাশাপাশি আয়োজক দেশের নামও লেখা থাকে। এশিয়া কাপের সবশেষ আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও মূল আয়োজক ছিল শ্রীলঙ্কা। তাই প্রতি দলের জার্সিতে লোগোর নিচে শ্রীলঙ্কার নাম লেখা ছিল। কিন্তু এবার এশিয়া কাপের কোনো জার্সিতেই নেই আয়োজক পাকিস্তানের নাম। এমনকি খোদ পাকিস্তানের জার্সিতেও আয়োজক দেশের নাম নেই।

জানা গেছে, ভারতের আপত্তির কারণে কোনো দলের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম লেখা হয়নি। বিশেষ করে নিজেদের জার্সিতে কোনোভাবেই পাকিস্তানের নাম লেখাতে রাজি হয়নি ভারতের ক্রিকেট বোর্ড। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের অফিশিয়াল জার্সি প্রকাশের পর দেখা যায়, সেখানে আয়োজক দেশের নাম নেই।

অবশ্য এশিয়া কাপে ভারত নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম না লিখলেও, পাকিস্তান এ ক্ষেত্রে উদারতা দেখিয়েছিল। গতকাল বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। সেখানে বিশ্বকাপের লোগোর নিচে লেখা হয়েছে আয়োজক দেশ ভারতের নাম।

খেলা বিভাগের আরো খবর

Link copied!