• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বৃষ্টির শঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ০৪:১৫ পিএম
বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বৃষ্টির শঙ্কা
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ মিশন শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। যে লঙ্কানদের বিপক্ষে এশিয়া কাপে দুই ম্যাচেই হেরেছিল সাকিব আল হাসানের দল তাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয়টা এসেছে হেসে খেলে। টাইগাররা লঙ্কানদের হারায় ৭ উইকেটের ব্যবধানে। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে, প্রত্যেকটা দল দু’টি করে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। সে হিসাবে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আগামীকাল(সোমবার ২অক্টোবর)। তাদের প্রতিপক্ষ এবার ইংল্যান্ড। তবে এই ম্যাচে রয়েছে বৃষ্টির শঙ্কা। ভেস্তে যেতে পারে ম্যাচটি।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে ভারতের তিনটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো- গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম, গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ত্রিভ্যান্ড্রাম, কেরালা ও হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এর মধ্যে কেরালা ও গুয়াহাটিতে বৃষ্টির বাধায় প্রস্তুতি ম্যাচ বাধাগ্রস্ত হয়েছে।

গুয়াহাটিতে বৃষ্টি বাধায় ভারত ও ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। কেরালা ত্রিভ্যান্ড্রামে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান ম্যাচেরও একই পরিণতি হয়েছিল।

বাংলাদেশের নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। বৃষ্টির কারণে ম্যাচটিকে ঘিরে তৈরি হয়েছে শঙ্কা। আগামী দুই সপ্তাহ গুয়াহাটিতে বৃষ্টির সম্ভাবনা আছে।

সোমবার (২ অক্টোবর) বাংলাদেশের ম্যাচ ভেন্যুতে ২৫-৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকার কথা হয়েছে। তবে তার মধ্যেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আকাশ মেঘলা থাকবে। বজ্রপাতের সঙ্গে রয়েছে তীব্র বৃষ্টিপাতের আশঙ্কাও। গুয়াহাটিতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৭ শতাংশ। ১৮.৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচটি না হলে দুই দলের প্রস্তুতিই বাধাপ্রাপ্ত হবে। আর এ ম্যাচ পরিত্যাক্ত হলে কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপ মিশনে নামতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান ইংল্যান্ডকে।

Link copied!