নিউজিল্যান্ডের বিপক্ষে চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। যেতে হয়েছিল হাসপাতালেও। ভারত ম্যাচের আগে তার খেলা না খেলা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। তবে, ম্যাচের দুই দিন আগে অনুশীলনে ফিরেছেন টাইগার অধিনায়ক। তার অনুশীলনে ফেরায় স্বস্তি ফিরছে টাইগার শিবিরেও। যদিও অনুশীলনের পরই জানা যাবে ম্যাচের জন্য তিনি কতটা ফিট। আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্বকাপ যাত্রায় নিজেদের চতুর্থ ম্যাচে পুনেতে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ।
দলের আগেই অনুশীলনে উপস্থিত টাইগার অধিনায়ক। অনুশীলনে হাস্যোজ্জ্বল সাকিবকে দেখে বোঝার উপায় নেই যে বাংলাদেশ অধিনায়ক চোটে ভুগছেন। ব্যাট হাতে নেটে ব্যাটিং করেছেন প্রায় দেড় ঘণ্টা। রানিং, স্ট্রেচিংয়ের পর বোলিংয়ের ভঙ্গিতে হাতও ঘুরিয়েছেন কিছুক্ষণ। তাতে অনেকটা নিশ্চিত হয়ে গেছে, সাকিব খেলতে যাচ্ছেন ভারতের বিপক্ষে আগামী বৃহস্পতিবারের ম্যাচে। দলের সঙ্গে বৈঠকে সাকিব বুঝিয়ে দিলেন কার কী করণীয়। সাহস দিলেন সতীর্থদের।
বাংলাদেশ দলের জন্য আরও স্বস্তির খবর ওয়ার্মআপের পর, দল হয়ে ফুটবল খেলার সময় কোনো অস্বস্তি বোধ করেননি সাকিবের।
অনুশীলন শেষে সাকিব দল দিয়ে কথা বলেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে, টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামের কাছ থেকে জানার চেষ্টা করেছেন উইকেটের ব্যাপারে। সব মিলিয়ে পুনেতে আজ এই আবহই মিলল যে, যতই শঙ্কা থাক না কেন, সাকিব ভারত ম্যাচে খেলছেন সেটা এখন অনেকটা নিশ্চিত।