এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ফাইনালে ওঠার লড়াইয়ে এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পর খেলা শুরু হয়েছে। কমানো হয়েছে ম্যাচের ওভার। খেলা হবে ৪৫ ওভারে। এ ম্যাচের বিজয়ী দল রোববার (১৭ সেপ্টেম্বর) ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে। প্রতিবেদনটি লেখার আগে পাকিস্তানের সংগ্রহ ২ ওভারে বিনা ২ রান।
শ্রীলঙ্কার আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, এদিন কলম্বোয় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এতে পাকিস্তান ও শ্রীলঙ্কা দ্বৈরথ ভেস্তে যেতে পারে। এশিয়া কাপে শ্রীলঙ্কায় হওয়া প্রতিটি ম্যাচেই এমন সম্ভাবনা ছিল। যদি পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির জয় হয় অর্থাৎ ম্যাচটি যদি পরিত্যক্ত হয়, তাহলে ফাইনাল খেলবে কোন দল?
পাকিস্তান-শ্রীলঙ্কার বাঁচা-মরার ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে উঠে যাবে লঙ্কানরা। কারণ, এই ম্যাচ পরিত্যক্ত হলে রানরেটের হিসাবে ফাইনাল খেলবে তারা। বর্তমানে শ্রীলঙ্কার রানরেট (-০.২০০) আর পাকিস্তানের (-১.৮৯২)। সুপার ফোরের আরেক দল বাংলাদেশ এরই মধ্যে এশিয়া কাপ থেকে ছিটকে গেছে।
গুরুত্বপূর্ণ ম্যাচটিতে পাকিস্তান দলে নেই তারকা পেসার নাসিম শাহ ও হারিস রউফ। খেলছেন না ইমাম উল হকও। একাদশে প্রথমবারের মতো সুযোগ পাচ্ছেন পেসার জামান খান। এই ম্যাচ দিয়েই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হবে তারা।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ হারিস, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আব্দুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও জামান খান।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিকক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শনাকা, দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকসানা, প্রমোধ মাদুশান ও মথিসা পাথিরানা।