এশিয়া কাপের বিগ ম্যাচে কিছুক্ষণ পর ব্যাট বলের লড়াইয়ে নামছে ভারত ও পাকিস্তান। ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়ে গেছে। টস জিতে ভারতের বিপক্ষে বোলিং করবে বাবর আজমরা। পাকিস্তান দল কোন পরিববর্তন না আনলেও ভারতের আছে দুটি পরিবর্তন। মোহাম্মদ সামির জায়গায় দলে এসছেন জাসপ্রীত বুমরাহ ও শ্রেয়াস আইয়ারের জায়গায় মাঠে নামছেন লোকেশ রাহুল।
এশিয়া কাপে এখন পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে দুদল। জয়ের হিসাবে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত। পাকিস্তানের ৬ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৯টি ম্যাচ। তিনটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
এশিয়া কাপের পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ভারত-পাকিস্তানের সামগ্রিক পরিসংখ্যানে এগিয়ে বাবররা। ওয়ানডেতে দুদলের মোট ১৩৩ দেখায় ৭৩টি ম্যাচ জিতেছে পাকিস্তান। ভারত জিতেছে ৫৫টি, আর পরিত্যক্ত হয়েছে ৫টি ম্যাচ।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, মোহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও ফাহিম আশরাফ।
ভারত একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, ইশান কিশান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রাবীন্দ্রর জাজেদা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ।