• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারতের ভিসা এখনও পায়নি পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৩:৩৮ পিএম
ভারতের ভিসা এখনও পায়নি পাকিস্তান
ভারতের ভিসা পায়নি পাকিস্তান। ফাইল ছবি।

এশিয়া কাপে ব্যর্থতার পর পাকিস্তান দলে চলছে মনোমালিন্য, এমন খবর জানিয়েছিল দেশটির ও ভারতীয় বেশকিছু গণমাধ্যম। তাই বিশ্বকাপ মিশন শুরুর আগে, দলটির টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করেছিল দুবাইয়ে সময় কাটিয়ে নিজেদের মধ্যে দলীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে। তবে তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেল। ক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তান এখনো তাদের ভারতযাত্রার ভিসা হাতে পায়নি। আর এ কারণে তাদের দুবাইয়ে সময় কাটানোর পরিকল্পনা বাতিল করতে হয়েছে।

আসছে সপ্তাহে দুবাই যাওয়ার কথা ছিল পাকিস্তান দলের। সেখানে কয়েকদিন ক্রিকেটাররা একসঙ্গে সময় কাটিয়ে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেয়ার পরিকল্পনা ছিল তাদের।

আগামী ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে পাকিস্তান। এর আগে দুবাইয়ে সেই ম্যাচের জন্য প্রস্তুতি নিতে চেয়েছিলেন বাবর আজমরা। তবে অপ্রত্যাশিত ভিসা বিলম্বের কারণে আগামী বুধবারই লাহোর থেকে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে পাকস্তান দল। পরে বিশ্বকাপ প্রস্তুতির জন্য হায়দরাবাদে যাবে তারা।

এমন পরিস্থিতিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে পাকিস্তান শিবিরে। ভারতে ভ্রমণ নিয়ে তাদের জটিলতা ও চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। মূলত দুই দেশের কূটনৈতিক ঝামেলার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, একদিনের বিশ্বকাপের ১৩তম সংস্করণে অংশ নেবে ১০ দল। এর মধ্যে ৯টিই ভিসা পেয়ে গেছে। শুধু পাকিস্তানকে দেয়া হয়নি।

এতে আবার দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। সাধারণত, উভয় দেশে ভ্রমণের জন্য ভিসা পাওয়া ঐতিহাসিকভাবে কঠিন প্রক্রিয়া। কারণ, পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা সবসময় বিরাজ করে।

সবশেষ ২০১৩ সালে ভারতে দ্বিপক্ষীয় সিরিজ খেলে পাকিস্তান। এরপর আর বৈশ্বিক টুর্নামেন্টে ছাড়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই দেখা যায় না। উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বাই হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!