• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোপা জিতে স্বস্তি নেই, হাসপাতালে ছুটতে হবে ধোনিকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩১, ২০২৩, ১১:৩২ এএম
শিরোপা জিতে স্বস্তি নেই, হাসপাতালে ছুটতে হবে ধোনিকে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তবে শিরোপা জেতার পর স্বস্তিতে নেই দলের অধিনায়ক। তিনি ছুটবেন হাসপাতালে। খেলার পর হাঁটুর চোট আরও বাড়িয়ে দিয়েছে এমএস ধোনির। বেশ কয়েকটি টেস্টের জন্য তাকে চলতি সপ্তাহে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হবে।

সিএসকে গুজরাট টাইটানসকে ৫ উইকেটে পরাজিত করার মাধ্যমে অভিজ্ঞ তারকা তার পঞ্চম আইপিএল শিরোপা জিতেছেন।

ধোনি হাঁটুর চোট নিয়ে আইপিএল ২০২৩ শুরু করেছিলেন। ১৬তম আসরের ম্যাচেগুলোতে তার বাম হাঁটুতেও ভারী স্ট্র্যাপিং ছিল।

অনেকেই শঙ্কা করেছিলেন যে, এটি টুর্নামেন্টে তার শেষ মৌসুম হবে। কিন্তু কিংবদন্তি খেলোয়াড় বলেছেন শরীর ঠিকঠাক থাকলে পরবর্তী সংস্করণেও খেলবেন।

ধোনি বলেন, “আপনি যদি পরিস্থিতি দেখেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর ঘোষণা করার এটাই আমার জন্য সেরা সময়। এই বছর আমি অনেক ভালোবাসা এবং স্নেহ পেয়েছি। তবে আমার জন্য কঠিন বিষয় হলো আরও নয় মাস কঠোর পরিশ্রম করা এবং পরের মৌসুমে ফিরে আসা। কিন্তু আমার শরীরের উপর অনেক কিছু নির্ভর করে। সিদ্ধান্ত নিতে আমার কাছে ছয়-সাত মাস আছে এবং আমি আমার ভক্তদের হতাশ করতে পারি না। আমি মনে করি আমি তাদের জন্য আরও একটি মৌসুম খেলব।”

Link copied!