• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

গুজরাটকে হারিয়ে আইপিএলের পঞ্চম শিরোপা ধোনির চেন্নাইয়ের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩০, ২০২৩, ০৮:৩৮ এএম
গুজরাটকে হারিয়ে আইপিএলের পঞ্চম শিরোপা ধোনির চেন্নাইয়ের

অবশেষে বৃষ্টিকে জয় করে অনুষ্ঠিত হতে পেরেছে আইপিএলের ফাইনাল ম্যাচ। তাতে গুজরাট টাইটান্সকে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

রোববার (২৮ মে) ছিল এবারকার আইপিএলের ফাইনালের নির্ধারিত দিন। কিন্তু বৃষ্টিতে ভেসে যায় সেদিন। ফলে ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে, অর্থাৎ সোমবারে। এদিন খেলা নির্ধারিত সময়ে শুরু হয়। টস হেরে ব্যাট করতে নেমে চেন্নাইর সামনে ২১৪ রানের বড় স্কোরই রাখে গুজরাট। কিন্তু চেন্নাইর ইনিংসের শুরুতেই নামে বৃষ্টি। এতে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে ম্যাচ। পরে যখন শুরু হয় ম্যাচ, ডিএলএস নিয়মে ধোনির দলের সামনে জয়ের জন্য নতুন লক্ষ্য ঠিক হয় ১৫ ওভারে ১৭১ রান। সেই লক্ষ্যে নেমে শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় তুলে নেয় চেন্নাই।

দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন ডেভন কনওয়ে। এ ছাড়া রিতুরাজ গায়কোয়াড ২৬, শিভাম দুবে অপরাজিত ৩২*, আজিঙ্কা রাহানে ১৩ বলে ২৭ ও আম্বাতি রাইডু ৮ বলে ১৯ রান করেন।

এর আগে সাই সুন্দরমের ব্যাটে চড়ে  দুইশ ওপর রান তোলে গুজরাট। তিনে নামা সুন্দরম ৬টি ছক্কা ও ৮টি চারে সাজিয়ে ৪৭ বলে ৯৬ রান করেন। ঋদ্ধিমান সাহা ৫৪ ও শুবমান গিল ৩৯ রান করেন। 

Link copied!