• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১, ৭ শাওয়াল ১৪৪৫

প্রতি ডট বলে রোপণ হবে ৫০০ গাছ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৩:৫৭ পিএম
প্রতি ডট বলে রোপণ হবে ৫০০ গাছ

পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে। ‍‍`সবুজ আন্দোলন‍‍` সময়ের দাবি। এবার আইপিএলেও যোগ হলো সবুজ আন্দোলনের লক্ষ্যে অভিনব উদ্যোগ। বিসিসিআই চলমান আইপিএলে একটি মহৎ "গো গ্রিন" উদ্যোগ নিয়েছে। আইপিএলের প্লে-অফে প্রতি ডট বলে রোপণ হবে ৫০০ গাছ।

পরিবেশ সংরক্ষণের জন্য পরিচালনা পর্ষদ পুরো প্ল-অফের সময় প্রতিটি ডট বলের জন্য ৫০০টি গাছ রোপণ করবে।গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংস প্লে-অফে মুখোমুখি হয়েছিল। এই ম্যাচ দিয়েই ৫০০ গাছ রোপণের উদ্যোগ শুরু হয়েছে। প্রথম ম্যাচে ডট বল হয়েছে ৮৪টি। মানে চেন্নাই-গুজরাটের ম্যাচ শেষে ৪২ হাজার গাছ লাগাতে যাচ্ছে বিসিসিআই।

ম্যাচের আগে বিসিসিআই এই উদ্যোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে লিগের অফিসিয়াল ব্রডকাস্টাররা ডট বলের জায়গায় স্কোরকার্ডে একটি গাছের ইমোজি দেখিয়েছে। পরে সম্প্রচারকারীরা একে ‍‍`গ্রিন ডট বল‍‍` নামেও অভিহিত করে।

ম্যাচ চলাকালীন লাইভ ধারাভাষ্য থেকে পাওয়া তথ্য অনুযায়ী, “গ্রিন ডট বল বিসিসিআইয়ের একটি নতুন টেকসই উদ্যোগ। প্লে-অফের সমস্ত ম্যাচে বোলিং করা প্রতিটি ডট বলের জন্য ৫০০টি গাছ লাগানো হবে।”

Link copied!