• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫
আইপিএল

উড়ন্ত ফর্মের রয় পেলেন বড় দুঃসংবাদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০৪:৩৮ পিএম
উড়ন্ত ফর্মের রয় পেলেন বড় দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

আইপিএলে যেন নতুন করে নিজেকে চেনাচ্ছেন জেসন রয়। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে চলতি আসরে তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে দুইটি ফিফটি। সর্বশেষ গতরাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও খেলেন ম্যাচ জেতানো পঞ্চাশোর্ধ ইনিংস।

তবে এমন সুসময়েও দুঃসংবাদ পেলেন এই ইংলিশ তারকা ব্যাটার। ম্যাচ শেষে তার হাতে বড় অঙ্কের জরিমানা ধরিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২ ধারা ভঙ্গের দায়ে রয়কে অভিযুক্ত করা হয়েছে।

ম্যাচ শেষে ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করে নিলে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এই ম্যাচে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে রয়কে।

বিবৃতিতে আইপিএল বলেছে, ‍‍`কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার জেসন রয়কে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ অর্থ জরিমানা করা হল। রয়  ২.২ ধারার লেভেল-১ এ আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন।

এই ম্যাচে আগে ব্যাট করে রয়ের ২৯ বলে ৫৬ ও অধিনায়ক নীতিশ রানার ৪৮ রানের উপর ভর করে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করে কলকাতা।জবাবে নির্ধারিত ২০ ওভার ৮ উইকেটে ১৭৯ রানে গুটিয়ে যায় আরসিবি। ২১ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে কলকাতা।

Link copied!