• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

টানা দুই জয় পাওয়া পাঞ্জাবকে হারালো সানরাইজার্স


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ১২:০০ পিএম
টানা দুই জয় পাওয়া পাঞ্জাবকে হারালো সানরাইজার্স

হায়দ্রাবাদে আইপিএলের ১৪তম ম্যাচে মাঠে নেমেছিল টানা দুই জয় নিয়ে উড়তে থাকা পাঞ্জাব কিংস ও টানা দুই হার নিয়ে তৃতীয় ম্যাচ খেলতে নামা স্বাগতিক সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৭ বল হাতে রেখে ৮ উইকেটে আসরের প্রথম জয় তুলে নিয়েছে তারা।

টস জিতে সানরাইজার্স প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। পাঞ্জাবের রানের খাতা খোলার আগেই ওপেনার প্রভসিমরন সিং আউট হন। দলীয় ১০ রানে তৃতীয় ব্যাটার ম্যাথু শর্টও ফেরত যান। আরেক ওপেনার শিখর ধাওয়ান একপ্রান্ত আগলে ছিলেন ঠিকই, কিন্তু তাকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেনি। 

তিন ব্যাটারই আউট হয়েছেন শূন্য রানে। শিখর বাদে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন একমাত্র স্যাম কুরান। তার ব্যাট থেকে আসে ২২ রান। শিখর একাই করেন ৬৬ বলে ৯৯* রান। বাকি ব্যাটাররা মিলে করতে পারেন ৩৮ রান। অতিরিক্ত এসেছে ৬ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে পাঞ্জাবের ইনিংস।

জবাবে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যান সানরাইজার্স। দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় তারা। ওপেনার হ্যারি ব্রুক ১৩ রানে ফেরেন। ৪৫ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলটির। মৈনাখ আগারওয়াল ২১ রানে প্যাভিলিয়নে ফেরেন।

তবে এই স্বল্প রানের ইনিংস টপকাতে আর বেগ পেতে হয়নি সানরাইজার্সের। রাহুল ত্রিপাটি ও অধিনায়ক এইডেন মার্করাম জুটি মিলে দলকে জয়ের পথে নিয়ে যান। রাহুলের ব্যাট থেকে আসে ৪৮ বলে অপরাজিত ৭৪* রান। মার্করাম যোগ করেন ২১ বলে ৩৭* রান। 

মাত্র ১৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সানরাইজার্স। 

Link copied!