• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

টানা তিন ম্যাচে টস হার, ফিল্ডিংয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০২:২১ পিএম
টানা তিন ম্যাচে টস হার, ফিল্ডিংয়ে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আইরিশরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দাপট দেখানো জয়ের পর দ্বিতীয় ম্যাচেও আধিপত্য বজায় রেখেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিমের রেকর্ড গড়া সেঞ্চুরিতে নিজেদের ইতিহাসে ওয়ানডে ম্যাচে সবচেয়ে বেশি রান করেছিল টাইগাররা। কিন্তু প্রথম ইনিংস শেষে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় সিরিজ জয়ের অপেক্ষা বাড়ে স্বাগতিকদের। ফলে সিরিজের তৃতীয় ম্যাচ এখন সিরিজ নির্ধারণী।

তৃতীয় ম্যাচে সফরকারীরা অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। অন্যদিকে, বাংলাদেশ দলে একটি পরিবর্তন। ইয়াসির আলি একাদশ থেকে বাদ হয়েছেন, তার বদলে মেহেদী হাসান মিরাজ খেলবেন।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ঈবাদত হোসেন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটরক্ষক), ম্যাথিউ হামফ্রেস, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হিউম।

Link copied!