• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

এমন ইনিংস লিটন কখনো দেখেননি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ১০:৫৯ এএম
এমন ইনিংস লিটন কখনো দেখেননি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টানা দ্বিতীয় ম্যাচে আইরিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। শুরুতেই আয়ারল্যান্ড বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার লিটন কুমার দাস ও তামিম ইকবাল খান স্বাভাবিক গতিতে রান তুলতেই হিমশিম খাচ্ছিলেন।

তবে মুশফিকুর রহিমের টর্নেডো সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে ৩৫০ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। এটাই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

৬০ বলেই সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক। বাংলাদেশের হয়ে যেটি এখন দ্রুততম। মুশফিক ভেঙেছেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রেকর্ড। ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক। শেষ পর্যন্ত মুশির তাণ্ডবে ৫০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেট হারিয়ে ৩৪৯ রান।

তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচ হয় পরিত্যক্ত। নির্দিষ্ট সময় অপেক্ষা করার পরও বৃষ্টি না থামলে আম্পায়াররা ম্যাচের ফলাফল শূন্য সিদ্ধান্তে আসেন। 

পরিত্যক্ত ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসেন দলীয় ওপেনার লিটন কুমার দাস। তিনি মুশফিকের পারফর্ম্যান্সের ভূয়সী প্রশংসা করেন।

লিটন বলেন, "আমি যত দিন খেলছি, সত্যি বলতে, বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই শেষের দিকে এমন সেঞ্চুরি করতে দেখিনি। দলের কাউকে এমন পারফর্ম্যান্স করতে দেখলে খুবই ভালো লাগে। বিশেষ করে সিনিয়রদের মধ্যে কাউকে করতে দেখলে আরও ভালো লাগে।"

Link copied!