• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

জন্মদিনে প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ‘১৫,০০০’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ০৩:১০ পিএম
জন্মদিনে প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ‘১৫,০০০’

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। নিজের ৩৪তম জন্মদিনে এই কীর্তি গড়লেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

আজ তামিমের ৩৪তম জন্মদিন। ১৯৮৯ সালের আজকের দিনে চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারে জন্ম হয় তার। নিজের জন্মদিনে যদিও ব্যাট হাতে ভালো কাটেনি তার, ফিরেছেন ব্যক্তিগত ২৩ রান করে। তবে এই রানের মধ্যেই তিন ফরম্যাট মিলিয়ে তার ১৫ হাজার রান পূর্ণ হয়েছে।

মাঠে নামার আগে এই মাইলফলক স্পর্শ করতে তামিমের প্রয়োজন ছিল ১৪ রান। ইনিংসের নবম ওভারে আইরিশ পেসার মার্ক এডেয়ারের বলে ডাবলস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম।

তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করতে তামিমের প্রয়োজন হয়েছে  ৩৮৩ত ম্যাচ ও ৪৪৪ ইনিংস। এ সময়ে বাংলাদেশ ছাড়াও বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টিতে ৫৭ রান করেছেন তিনি।

বাংলাদেশের পক্ষে তামিমের পরেই আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তবে তাদের কেউ ১৫ হাজার রানের গণ্ডি পার করতে পারেননি।

Link copied!