• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আয়ারল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ০১:৩৯ পিএম
বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আয়ারল্যান্ড

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বলবার্নি।

সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে টাইগারদের একাদশে আনা হয়েছে একটি পরিবর্তন। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে এই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে এসেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ।

  আয়ারল্যান্ড একাদশেও আনা হয়েছে একটি পরিবর্তন। লেগ স্পিনার গ্যারেথ ডিলানির জায়গায় খেলানো হচ্ছে ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিসকে। এই ম্যাচেই অভিষেক হয়েছে তার।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।


আয়ারল্যান্ড একাদশ

অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

 

Link copied!