• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৮ শাওয়াল ১৪৪৫

সিরিজ নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ১২:২৩ পিএম
সিরিজ নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার (২০ মার্চ) মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

এই ম্যাচ জয় পেলে এক সপ্তাহের ব্যবধানে দুইটি সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে নবাগত তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসানের ব্যাটিং নৈপুণ্যে বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ শিবির। দুই ব্যাটারই যদিও নড়বড়ে নব্বইতে গিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ১৮৩ রানের রেকর্ড জয় নিয়ে ওয়ানডে সিরিজের শুভ সূচনা করে টাইগাররা। এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে জয়।

পাক্কা ১৩ বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। শেষ ২০০৮ সালে আইরিশদের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দুই বছর পর ২০১০ সালে আয়ারল্যান্ড সফরে গিয়ে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছিল টাইগাররা। এবার আবার ঘরের মাঠে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।

তবে আইরিশরাও বাংলাদেশকে হারানোর প্রাণপণ চেষ্টা চালাবে। দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন আইরিশ প্রধান কোচ আইনরিখ মালান।

তিনি বলেন, “বাংলাদেশে শুধু স্পিনার না, ভালো কিছু পেসারও আছে। এটা আমাদের জন্য ভালো চ্যালেঞ্জ। আমরা এবার ঘুরে দাঁড়ানো নিশ্চিত করতে চাই। এই কন্ডিশনে শতভাগ সাবলীল থেকে আমাদের জয় নিশ্চিত করতে হবে। আমরা টিম মিটিংয়ে আলোচনা করেছি বাংলাদেশের উইকেট তুলে নেওয়ার কৌশল ও জুটি ভাঙার বিষয়ে। আমাদের কাজ হবে ভালো কিছু খেলোয়াড়কে চাপে ফেলে জয় তুলে নেওয়া।”

Link copied!