• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

বড় জয়ের ঘ্রাণ পাচ্ছে টাইগাররা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৮:৩৮ পিএম
বড় জয়ের ঘ্রাণ পাচ্ছে টাইগাররা

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয়ের পথে রয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৩৩৮ রান সংগ্রহের পর বোলারদের দাপটে জয় যেন এখন টাইগারদের জন্য সময়ের ব্যাপার। ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে প্রথম ১০ ওভারে কোনো উইকেট  না হারিয়ে ৫১ রান তুলেছিল আয়ারল্যান্ড। তবে এরপরই শুরু হয়েছে বাংলাদেশের বোলিং তোপ। 

৫১ থেকে ৭৬, এর ২৬ রানেই টাইগাররা তুলে নিয়েছে পাঁচ উইকেট। এ সময়ে জোড়া উইকেট নিয়েছেন তাসকিন ও ইবাদত। এর প্রথম উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। 

এরপর দলের হাল ধরেন আইরিশ ব্যাটার কার্টিস ক্যাম্পার ও জর্জ ডকরেল। দুজনে মিলে প্রাথমিক ধাক্কা সামলে রানের চাকা সচল করার চেষ্টা করেন।

দলীয় ১০৯ রানে ক্যাম্পারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে এই প্রতিরোধ ভাঙেন নাসুম আহমেদ। ব্যক্তিগত ১৬ রানে ক্যাম্পার ফেরায় ডকরেলের সাথে ভাঙে তার ৩৩ রানের জুটি। একই ওভারে অ্যান্ডি ব্যাকবার্নিকেও ফিরিয়ে দেন নাসুম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভারে আট উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ১১৮ রান। জয়ের জন্য এখনও তাদের প্রয়োজন ২২১ রান। 

 


 

Link copied!