• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

সাকিব-হৃদয়ের ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৪:৪২ পিএম
সাকিব-হৃদয়ের ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। শুরুতেই অধিনায়ক তামিম ফেরার পর ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। তবে এরপর অভিষিক্ত তাউহিদ হৃদয়কে নিয়ে দলের হাল ধরেছেন সাকিব আল হাসান।

৬৫ বলে ফিফটি স্পর্শ করেছেন সাকিব। ফিফটির পরই ব্যাট হাতে ঝড় শুরু করেন তিনি। তার ব্যাটে দলের রানের চাকার গতিও বাড়তে থাকে। এর মধ্যে ৩৫তম ওভার করতে আসা হ্যারি টেক্টরকে এক ওভারেই মেরেছেন পাঁচ চার।

অন্যপ্রান্তে এই ম্যাচেই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া হৃদয় দেখাচ্ছেন নিজের সামর্থ্য। এর আগে ইংল্যান্ড সিরিজের দলে থাকলেও একাদশে সুযোগ মেলেনি হৃদয়ের। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েই তুলে নিয়েছেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি। ৫৫ বলে হাফ সেঞ্চুরি স্পর্শ করা হৃদয় সাকিবকে যোগ্য সঙ্গ দিচ্ছেন জুটিতে।

সাকিব-হৃদয়ের জুটি সেঞ্চুরি স্পর্শ করেছে ইতিমধ্যে। দুজনের ব্যাটে বাংলাদেশের দলীয় স্কোর এখন তিন’শোর দিকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ২১১ রান। সাকিব ৯০ ও হৃদয় ব্যাটিং করছেন ৫৫ রানে।

Link copied!