• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশকে বিপদে ফেলার কৌশল জানে আয়ারল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ১১:১৫ এএম
বাংলাদেশকে বিপদে ফেলার কৌশল জানে আয়ারল্যান্ড

ঘরের মাঠে বাংলাদেশ যে কোনো প্রতিপক্ষের জন্যই ভয়ংকর। ক্রিকেট বিশ্বে শাসন করা দলগুলো বাংলাদেশে এসে নাকানি-চুবানি খেয়েছে, সিরিজ হারার তিক্ত স্বাদ নিয়ে ফিরতে হয়েছে তাদের।

মাত্রই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দাপটের সঙ্গে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী দল। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচ জিতে কোনোমতে হোয়াইটওয়াশ এড়িয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে আজ শনিবার (১৮ মার্চ) মাঠে নামবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ হলেও আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি বলেছেন, তারা জানেন কীভাবে বাংলাদেশকে বিপদে ফেলতে হবে।

অধিনায়ক বলেন, "দেশের মাঠে বাংলাদেশ অবশ্যই খুব ভালো ওয়ানডে দল। আমরা গত কয়েক বছরে তা দেখেছি। তারা এখানে বিশ্বের সেরা সব দলকে হারিয়েছে।"

তিনি যোগ করেন, "আমাদের তিন ম্যাচে তিনটি ভালো পারফরম্যান্স তুলে ধরাটাই চাওয়া। আমরা জানি বাংলাদেশের শক্তির জায়গা কোথায়। পাসাপাশি এটাও জানি কীভাবে তাদের বিপদে ফেলতে পারব। ভালো একটি দলের বিপক্ষে ভালো খেলার জন্য অপেক্ষায় আছি আমরা।"

Link copied!