• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

আইরিশ পরীক্ষায় পাশ করবে বাংলাদেশ?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ১০:১৯ এএম
আইরিশ পরীক্ষায় পাশ করবে বাংলাদেশ?

ইংল্যান্ডের বিপক্ষে মাত্রই ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে দারুণ ফুরফুরে বাংলাদেশ। আয়ারল্যান্ডের চেয়েও যোজন যোজন এগিয়ে টাইগাররা। তবে আইরিশদের খাটো করে দেখার উপায় নেই।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে আজ শনিবার (১৮ মার্চ) মাঠে নামবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

টি-টোয়েন্টি সিরিজ দাপটের সঙ্গে জিতলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচ জিতে কোনোমতে হোয়াইটওয়াশ এড়িয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ওয়ানডে দল। টাইগারদের প্রিয় সংস্করণে সিরিজ হারে তাই সব প্রতিপক্ষকেই সমান নজরে দেখছেন জানালেন বাংলাদেশ কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

পাক্কা ১৩ বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। শেষ ২০০৮ সালে আইরিশদের বিপক্ষে ঘরের মাঠে  ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দুই বছর পর ২০১০ সালে  আয়ারল্যান্ড সফরে গিয়ে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছিল টাইগাররা। এবার আবার ঘরের মাঠ। আইরিশ পরীক্ষা ভালোভাবে উতরে যাবে তো বাংলাদেশ?

Link copied!